ভোগান্তির মধ্যেই শেষ হলো সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

পরিবহণ ধর্মঘটের কারণে ঢবি অধিভুক্ত সাত কলেজের সাতটি কেন্দ্রসহ মোট ১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত চলে এ পরীক্ষা। এবার সাত কলেজের বিজ্ঞান ইউনিটে মোট ৬ হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪১ হাজার ৯৪টি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলে বেলা ১১টা পর্যন্ত।

অধিভুক্ত সাত কলেজের সাতটি কেন্দ্রসহ মোট ১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার সাত কলেজের বিজ্ঞান ইউনিটে মোট ৬ হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪১ হাজার ৯৪টি।

দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। কেন্দ্রে প্রবেশের আগে নারগিস আফরিন নামের এক শিক্ষার্থী বলেন, আমি উত্তরা থেকে এসেছি। ভোর থেকে এক ঘণ্টা অপেক্ষা করে একটা সিএনজি পেয়েছি। তাও আবার ভাড়া অনেক বেশি নিয়েছে।

ঢাকা কলেজ কেন্দ্রে কথা পরীক্ষার্থী কামরুলের সঙ্গে, তিনি বলেন, ভোগান্তি শেষে যে পরীক্ষা দিতে পেরেছি এটাই অনেক। তবে বেশ কষ্ট করেই কেন্দ্র আসতে হয়েছে। তাও ১০ মিনিট দেরি হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা হলে প্রবেশ করছে। এছাড়া কেন্দ্রে প্রবেশের সময় সকল পরীক্ষার্থীর হ্যান্ড স্যানিটাইজের ব্যবস্থা করেছি। আইনশৃঙ্খলাসহ সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি ছিল।

এর আগে বৃহস্পতিবার সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।