মনজুর মোহাম্মদ শাহরিয়ারের পর এবার তার পুরো পরিবারই করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের পর এবার তার পুরো পরিবারই করোনা আক্রান্ত হয়েছে। পরিবারের মধ্যে স্ত্রী, ছেলে এবং মেয়ে রয়েছে।

 বুধবার (২০ মে) দুপুরে তিনি সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। এর আগে নমুনা পরীক্ষা করতে দেওয়া হলে বুধবার সকালে মনজুর শাহরিয়ারের স্ত্রী, ছেলে (১০), মেয়ের (১২)পজিটিভ রিপোর্ট আসে।

মনজুর শাহরিয়ার শারিরিক অবস্থা নিয়ে বলেন, ‘গতকাল আমার কিছুটা শ্বাসকষ্ট হচ্ছিল। আজকে মোটামুটি ভালো আছি। অক্সিজেন লেভেল ঠিক আছে। আমার স্ত্রী ও ছেলে কিছুটা অসুস্থ। চিকিৎসকের পরামর্শে বাসাতেই আমরা অবস্থান করছি। আমাদের জন্য দোয়া করবেন।

উল্লেখ্য: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর করোনা মহামারিতেও ভোক্তাদের স্বার্থে মাঠে কাজ করে যাচ্ছেন। নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, ন্যায্যমূল্য ও অসাধু ব্যবসায়ীদের জরিমানাসহ ইত্যাদি কাজ করে যাচ্ছেন তারা।