রাজধানীর ২০ বাজারে তদারকিমূলক অভিযান, ভোক্তাদের সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান

ভোক্তাকন্ঠ প্রতিনিধি: নিত্যপণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায় এবং, ধার্য্যকৃত মূল্যের অধিক দামে পণ্য বিক্রয় করার অপরাধে রাজধানীর একাধিক ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহার সার্বিক নির্দেশনায় ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার এর পরিচালনায় প্রধান কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোঃ মাসুম আরেফিন, জনাব বিকাশ চন্দ্র দাস এবং সহকারী পরিচালক জনাব ফাহমিনা আক্তার, জনাব রোজিনা সুলতানা ও জনাব তাহমিনা বেগম এর নেতৃত্বে রাজধানীর প্রায় ২০ টি বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেন।

এ সময় নিত্য প্রয়োজনীয় মোড়কবিহীন পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা ও ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়।

অভিযানকৃত বাজারসমূহ হচ্ছে, লালবাগ বাজার, ইসলামবাগ বাজার, বাবুবাজার, নয়াবাজার, লক্ষীবাজার, কাপ্তান বাজার, নারিন্দা বাজার,শান্তিনগর বাজার, সেগুনবাগিচা বাজার, হাতিরপুল বাজার, চকবাজার, মতিঝিল এজিবি কলোনি বাজার, ইন্দিরা রোড কাঁচাবাজার,পশ্চিম রাজা বাজার, উত্তরা-১৪ (জোহরা মার্কেট), দক্ষিন খান বাজার, খিলক্ষেত বাজার, উত্তরা রাজলক্ষী কাঁচা বাজার, আজিমপুর কাঁচাবাজার ও উত্তরা হাজী ক্যাম্প কাঁচা বাজার।

এছাড়াও মহানগরের তিনটি স্থানে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য বিক্রয় (ট্রাকসেল) তদারকি করা হয়।

এসময় ভোক্তাদের সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করতে আহ্বান জানানো এবং প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় না করার জন্য অধিদপ্তর থেকে অনুরোধ করা হয়।