রোহিঙ্গাদের নভেম্বরে ভাসানচরে স্থানান্তর 

ভোক্তাকণ্ঠ ডেস্ক

‘জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) সঙ্গে বাংলাদেশ সরকারের সমঝোতা স্মারক (এমওইউ) সই করার পর চুক্তি অনুযায়ী কাজ শুরু হয়েছে। এখন আরও রোহিঙ্গাদের কক্সবাজার থেকে স্থানান্তর করে ভাসানচরে নেওয়া হবে। আমরা আশা করছি, শিফটিং নভেম্বরের মাঝামাঝিতে শুরু করতে পারব।’

উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ভাসানচর পরিদর্শন শেষে ঢাকা ফিরে এসব কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন।

রোহিঙ্গাদের মানবিক সহায়তায় বাংলাদেশ সরকারের সঙ্গে ভাসানচরে সম্পৃক্ততার জন্য ইউএনএইচসিআরের সঙ্গে সমঝোতা স্মারক সই করার সপ্তাহখানেকের মাথায় ভাসানচরে পরিদর্শনে গেছেন উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দল। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীনের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন ইউএনএইচসিআর, আইওএমসহ বিভিন্ন সংস্থার প্রধানরা (কান্ট্রি ডিরেক্টর)।

সচিব বলেন, ‘আমরা ৯ অক্টোবর ভাসানচর নিয়ে এমওইউ সই করলাম। এমওইউ সই করার এক সপ্তাহের মধ্যে একটা হাই লেভেলের টিম ভাসানচর সফর করছে, এখানে সব প্রধানরা আছেন। এখানে অপারেশনাল কাজ চলছে। ভাসানচর নিয়ে এমওইউ হলো, ওটার বাস্তবায়ন হতে যাচ্ছে; বিভিন্ন সংস্থার প্রধানরা খুব খুশি।’

গত ৯ অক্টোবর ভাসানচর নিয়ে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় হওয়া সমঝোতা স্মারকে বাংলাদেশ সরকারের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন এবং জাতিসংঘের পক্ষে বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি উহানেন্স ভন ডার স্বাক্ষর করেন।