স্থাপনায় এডিস মশার প্রজননস্থল ও লার্ভা পাওয়ায় জরিমানা

এডিস মশার প্রজননস্থল ও লার্ভা পাওয়া গিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন স্থাপনায়। ভ্রাম্যমাণ আদালত ১৫টি মামলায় তিন লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন। ) ডিএনসিসির বিভিন্ন অঞ্চলে ডিএনসিসি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এসব জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম শফিউল আজম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ২ নম্বর অঞ্চলে পাঁচটি মামলায় ৩৫ হাজার টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ২টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৪ নম্বর অঞ্চলে ৬টি মামলায় ৪০ হাজার টাকা এবং ৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ২টি মামলায় ৩ লাখ টাকা জরিমানা আদায় করেন। এসময় একজনকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।