হাজীপাড়া ও মতিঝিলের দুই পাম্পকে চার লাখ টাকা জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন হাজীপাড়া ও মতিঝিলের দুইটি পাম্পকে ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে দুই লাখ টাকা করে জরিমানা করেছে ।

১০ জুন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজা নাজ নীরার নেতৃত্বে ঢাকা মহানগরীর রামপুরা ও মতিঝিল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

হাজীপাড়া সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড মালিবাগ অটো সার্ভিসে অভিযান চালিয়ে দেখা যায়, প্রতি ১০ লিটারে ২টি অকটেন ইউনিটে ৪০ ও ৬০ মিলি লিটার তেল কম প্রদান করা হচ্ছে। তাই দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং মতিঝিল এলাকায় করিম অ্যান্ড সন্সকে প্রতি ১০ লিটারে ১টি অকটেন ইউনিটে ৯৯০ মিলি লিটার তেল কম দেয়ায় দুই লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযানের সময় মতিঝিলে বিনিময় সার্ভিস স্টেশন এবং পূবালী ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ সঠিক তথ্য পান । প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিদর্শক (মেট্রোলজি) সোহাগ হায়দার।