২৪ ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত ৫০৩ জন

অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৫০৩ জন। শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। যদিও কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ জন।

করোনা পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। আগের দিন ৩ হাজার ৪১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় ৭ শতাংশ বেশি লোকের নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এখন পর্যন্ত দেশে মোট আক্রান্ত সংখ্যা ৪ হাজার ৬৮৯ জন, মোট মারা গেছেন ১৩১ জন। আর সুস্থ্য হয়েছেন ১১২ জন।

বিশ্ব পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার বেলা দুইটা পর্যন্ত বিশ্বজুড়ে ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ২৭ লাখ ১০ হাজারের বেশি মানুষ। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১ লাখ ৯০ হাজারের বেশি মানুষ মারা গেছেন।