কিশোরগঞ্জের ভৈরবে ইতালিফেরত এক ব্যক্তির মৃত্যু

অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে ইতালি ফেরত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল (রবিবার ) রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়। এলাকাবাসীর সন্দেহ তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

এ ঘটনার প্রেক্ষিতে ভৈরবের উপজেলা প্রশাসন মৃত ব্যক্তির আশেপাশের ১০ টি ঘর ঘিরে রেখেছেন। বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে মৃত ব্যক্তির বাড়ির চারপাশে। এছাড়া মৃত ব্যক্তি যে হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন সেই হাসপাতালের সকল কর্মচারীদের হাসপাতালের ভেতর চলাচলের নির্দেশ দেয়া হয়েছে।

ইতালি ফেরত ব্যাক্তিটি গত ২৮ ফ্রেবুয়ারী দেশে ফিরলেও উপজেলায় করোনা প্রতিরোধ কমিটি তা নজরে আনেন নি। কোন স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই এলাকায় অবাধ চলাচল করতে থাকেন। গত শনিবার ওই ব্যাক্তির স্বাসকষ্ট ও জ্বরে ভুগলে ভর্তি করা হয় একটি বেসরকারী হাসপাতালে। পরে ওই হাসপাতাল থেকে অন্য আরেকটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়” মৃত ব্যক্তি নিয়মিত মসজিদে নামাজ আদায় করত ও এলাকাবাসীর সাথে মেলামেশা করত”। এ নিয়ে এলাকাবাসীদের মধ্যে আতংক বিরাজ করছে।

উপজেলা-স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, ‘ওই ব্যক্তি আমাদের তালিকার বাইরে ছিলেন। নমুনা সংগ্রহের জন্য রোগ-তত্ত্ব, রোগ-নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানানো হয়েছে। তারা আসছে, যে নিয়মে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির দাফনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়, এই মৃত ব্যক্তির ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হবে।’

Related posts:

শিশুদের করোনার তৃতীয় সংক্রমণে আক্রান্ত হওয়ার শঙ্কা
ভোক্তাদের পণ্য মজুদ করার ব্যাপারে নিরুৎসাহিত করেন ভোক্তা অধিদপ্তর
ফার্মেসী ও চিকিৎসা সরঞ্জামাদি বিক্রয়কারী প্রতিষ্ঠানে তদারকিমূলক অভিযান
করোনাকালেও দেশের একাধিক জেলায় চলছে নিয়মিত বাজার অভিযান
ঢাকার ৫ স্টেশনে মিলবে অগ্রিম টিকিট, লাগবে এনআইডি
সুগন্ধায় হতাহতদের উদ্ধারে হেলিকপ্টার, ঘটনাস্থলে র‌্যাব ডিজি
দাঁড়িয়ে পানি পান করার ক্ষতিকর দিক
ওমিক্রন ঠেকাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর
নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যাংকিং সেবা দেয়ার নির্দেশ
৬ হাসপাতালে মিলছে না আইসিইউ