২৬ শে মার্চ থেকে বন্ধ গণপরিবহন, আজ থেকে বন্ধ লোকাল, মেইল ও কমিউটার

অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের মহামারী আকার ঠেকাতে গতকাল সোমবার রাত ১২টা থেকে সব লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বিকেল থেকে যাত্রীবাহী নৌ চলাচল বন্ধ।

২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ট্রেন সহ সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে বলে প্রেস ব্রিফিং এ জানিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তবে পণ্যবাহী ট্রাক চলাচল করবে।

ইতিমধ্যে ট্রেনের সব ধরনের টিকিট বিক্রি রেলওয়ে কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। রেলের পরিচালক (পরিচালন) মো. শফিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

রেলওয়ে সূত্র জানায়, গতকাল বিকেলে সরকারি ছুটি ঘোষণার পর কমলাপুর রেলস্টেশনে প্রচণ্ড ভিড় দেখা যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তাৎক্ষণিক রেল চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়। বলা হয়, যে কাজের জন্য ছুটি, সেটা ব্যাহত হচ্ছে। এরপরই রেলওয়ে কর্তৃপক্ষ কোনো রকম লিখিত নির্দেশ ছাড়া, দেশের মূল স্টেশনগুলোর নিয়ন্ত্রণকক্ষে ফোন করে রেল চলাচল বন্ধের নির্দেশ দেয়।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস টানা ১০ দিনের ছুটিতে পড়ছে। এ ছাড়া পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে আজ থেকে দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতে সশস্ত্র বাহিনী নামছে। একই সঙ্গে গণপরিবহন চলাচলও সীমিত থাকবে।