ফার্মেসী ও চিকিৎসা সরঞ্জামাদি বিক্রয়কারী প্রতিষ্ঠানে তদারকিমূলক অভিযান

ভোক্তাকন্ঠ প্রতিনিধি: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার, ঔষধসহ চিকিৎসা সরঞ্জামাদির মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিশেষ বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করছে।

আজ (১৪ জুন) বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে ও পরিচালক (প্রশাসন)এর তত্ত্বাবধানে প্রধান কার্যালয়ের উপপরিচালক মোঃ মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা আক্তার কর্তৃক ঢাকা মহানগরীর হাতিরপুল বাজার, নিউ মার্কেট, পলাশী বাজার ও চানখারপুল এলাকার বিভিন্ন ফার্মেসীতে অভিযান পরিচালনা করেন।

এসময় বিভিন্ন বাজার ঘুরে ৬ টি প্রতিষ্ঠানকে একাধিক অভিযোগে মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা করোনা পরিস্থিতিতে দেশের সকল ভোক্তা সাধারণ ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে বাজারে পণ্য ক্রয় বিক্রয়ের অনুরোধ জানান।

এছাড়া দেশের এ ক্রান্তিলগ্নে যৌক্তিক ও গ্রহণযোগ্য মূল্যে ঔষধ, স্যানিটাইজার ও অন্যান্য মেডিকেল সরঞ্জামাদি বিক্রয় করতে এবং মেয়াদোত্তীর্ণ,নকল ও ভেজাল ঔষধ, স্যানিটাইজার বিক্রয় করা হতে বিরত থাকতে ব্যবসায়ীদের আহ্বান জানান।