‘খাদ্যবান্ধব কর্মসূচি শুরু ১ সেপ্টেম্বর’

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘সারাদেশে পহেলা সেপ্টেম্বর থেকে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হচ্ছে। এর আওতায় দেশের নিবন্ধিত দরিদ্র জনগোষ্ঠির ৫০ লাখ পরিবারকে এ সহায়তা দেয়া হবে।’

রোববার খাদ্য মন্ত্রণালয়ের নিজ দফতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে প্রতি পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল দেয়া হবে।’

তিনি বলেন, ‘চালের দাম নিয়ন্ত্রণের জন্য সিটি কর্পোরেশনগুলোতে ওএমএস কার্যক্রমের আওতায় খাদ্য বরাদ্দ এক টন থেকে দুই টন করা হয়েছে। এতে করে যার প্রয়োজন সে ৩০ টাকা করে সর্বোচ্চ পাঁচ কেজি করে চাল কিনতে পারবেন।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘জ্বালানী তেলের দাম বৃদ্ধির ফলে পরিবহন ব্যয় কিছুটা বেড়েছে। কিন্তু এই অযুহাতে চালের দাম যা বৃদ্ধি পেয়েছে তা যুক্তিসঙ্গত নয়। এ জন্য সারাদেশে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দেয়া হয়েছে। যদি কেউ অবৈধ ভাবে চাল বা ধান মজুদ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের বোরো ধান সংগ্রহ শেষ হবে ৩০ অগাস্ট। এ সময়েই আউশ ধান রোপণ করা হচ্ছে। এ সময়টাতে চালের দাম এমনিতেই কিছুটা বাড়ে।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘সারাদেশে ৮০০ ডিলার খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি চাল বিতরণ করবে। এছাড়াও সিটি কর্পোরেশন এলাকায় দুই হাজার ১৩ ডিলারের মাধ্যমে পাঁচ কেজি করে চাল ও আটা বিতরণ করা হবে।’