শীত শেষ না হতেই সবজির বাজার চড়া

ভোক্তাকণ্ঠ ডেস্ক: শীতের মৌসুম শেষ হওয়ার আগেই সবজির দাম ঊর্ধ্বমুখী। ক্রেতাদের অভিযোগ, শীতের মৌসুম থাকা অবস্থাতেই সবজির দাম বাড়তি।

শুক্রবার রাজধানীর বাজারে এমন চিত্র দেখা গেছে।

সবজির বাজার ঘুরে দেখা গেছে, সিম ৩০ থেকে ২০ টাকা বেড়ে প্রতিকেজি ৫০ টাকা, শসা ৪০ থেকে ১০ টাকা বেড়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া কাঁচা মরিচের কেজি ১২০ টাকা, করোলা ৮০ টাকা, আলু ৪০ টাকা, টমেটো ৪০ টাকা, মূলা ৩০ টাকা, মিষ্টিকুমড়া ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, গাজর ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে, লাউ ৫০ থেকে ৮০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, ফুলকপি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে দেখা গেছে, পাবদা প্রতিকেজি ৩০০ থেকে ৪৫০ টাকা, শিং মাছ ৪০০ থেকে ৪৫০ টাকা, ছোট টেংরা ৪০০ টাকা, চাষের কই ২৫০ টাকা, রুই মাছ ৩০০ থেকে ৩৫০ টাকা, টাকি মাছের কেজি ৩৫০ থেকে ৪০০ টাকা, ছোট বোয়াল ৫০০ থেকে ৬০০ টাকা, শোল মাছ ৮০০ থেকে ৯০০ টাকা, ছোট কাতল ২৮০ থেকে ৩২০ টাকা, ছোট পাঙ্গাশ ১৮০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, ছোট কাঁচকি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া দুই কেজি ওজনের নদীর পাঙ্গাশ ৬০০ টাকা, ছোট চিংড়ি ৫০০ থেকে ৬৫০ টাকা, ছোট রূপচাঁদা ৭৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

৯০০-৯৫০ গ্রাম ওজনের ইলিশ ১১০০ থেকে ১২০০ টাকা, ৭০০ গ্রামের ইলিশ ৮৫০ টাকা, ৬০০ গ্রামের ইলিশ ৭৫০ টাকা, সাড়ে ৩০০ গ্রাম ওজনের ইলিশ ৫২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।