আয়োডিনের দাম কমালো বিসিক

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োডিনযুক্ত লবণের প্রধান উপাদান ‘পটাশিয়াম আয়োডেট’ বা আয়োডিনের দাম কমিয়েছে। বিসিকের আটটি লবণ জোনে কর্মরত কর্মকর্তাগণকে এ বিষয়ে চিঠি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিক।

পটাশিয়াম আয়োডেট খাবার লবণে আয়োডিনযুক্তকরণের কাজে ব্যাবহার করা হয়। বাংলাদেশে এর পটাশিয়াম আয়োডেট উত্পাদিত হয় না, বিদেশ থেকে আমদানি করতে হয়। ৭০-৯০ গ্রাম পটাশিয়াম আয়োডেট দিয়ে প্রতি টন লবণ আয়োডিনযুক্ত করা হয়। এই লবণ আয়োডিনযুক্তকরণে প্রতি বছর প্রায় ৩০ টন পটাশিয়াম আয়োডেট ব্যবহৃত হয়। বিসিকই দেশের একমাত্র প্রতিষ্ঠান, যারা বিদেশ থেকে পটাশিয়াম আয়োডেট আমদানি ও সরবরাহ করে। ২০১৭-১৮ অর্থবছরে এই পটাশিয়াম আয়োডেটের কেজি প্রতি দাম ৪ হাজার ৭০০ টাকা থেকে কমিয়ে ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়।

বর্তমান পরিস্থিতিতে বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান লবণ কারখানাসমূহকে সহায়তার অংশ হিসেবে পটাশিয়াম আয়োডেটের দাম আরেক দফা কমিয়ে প্রতি কেজি আড়াই হাজার টাকা মূল্যে লবণ কারখানাসমূহকে সরবরাহের নির্দেশ প্রদান করেন।

ইত্তেফাক/তানিন/এসএইচ