মূল্যস্ফীতি কমেছে খাদ্যের দামে

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানায়, খাদ্য পণ্যের দাম কমে আসায় গেল মে মাসে দেশের সাধারণ মুল্যস্ফীতি আরও কিছুটা কমেছে। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিবিএসের তথ্য তুলে ধরেন।সেখানে তিনি বলেন পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মে মাসে সাধারণ মূল্যস্ফীতি কমে ৫ দশমিক ২৬ শতাংশে নেমেছে।

তিনি বলেন, মে মাসে খাদ্য উপখাতে মূল্যস্ফীতি হয়েছে ৪ দশমিক ৮৭ শতাংশ, আগের বছরের মে মাসে এ হার ছিল ৫ দশমিক ০৯ শতাংশ।তবে খাদ্য বহির্ভূত উপখাতের মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। মে মাসে খাদ্য বহির্ভূত উপখাতে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৮৬ শতাংশ, আগের বছরের মে মাসে এ হার ছিল ৫ দশমিক ৭৫ শতাংশ।

বিবিএস মহাপরিচালক মো. তাজুল ইসলাম বলেন, “গত মাসে বিশেষ করে খাদ্য উপখাতের পণ্যের দাম কিছুটা কমে আসায় সার্বিক মূল্যস্ফীতি কমেছে। বিশেষ করে চালের দাম আগের বছরের একই মাসের তুলনায় কমে আসায় মূল্যস্ফীতি কমেছে।

খাদ্য বহির্ভূত উপখাতের বেশ কিছু নিত্যপণ্যের দাম কিছুটা বেড়ে যাওয়ায় এখাতের মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। চাল ছাড়াও দেশীয় চাষে উৎপাদিত বেশ কিছু মাছের দাম কমে আসায় খাদ্য উপখাতের মূল্যস্ফীতি কমেছে।”তবে সার্বিকভাবে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি আগের বছরের একই মাসের তুলনায় কিছুটা কমে এসেছে।