আমদানি পর্যায়েও তেলসহ নিত্যপণ্যের শুল্ক কমানোর নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট

ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি পর্যায়ে ভ্যাট কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (১৪ মার্চ) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।
মন্ত্রি পরিষদ সচিব বলেন, আমদানি পর্যায়ে থাতা ১৫ শতাংশ ভ্যাট থেকে কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য এনবিআরকে উদ্যোগ নিতে বলা হয়েছে। এটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলেও মন্ত্রিসভায় জানানো হয়েছে।