হয়রানি বন্ধ না হলে আর পাঠাও চালাবেন না সোহেল

হয়রানি বন্ধ না হলে আর পাঠাও চালাবেন না সোহেল

ভোক্তাকণ্ঠ ডেস্ক শুধু ট্রাফিক পুলিশের হয়রানি বা মামলা নয়, হতাশা, অ্যাপস ওয়ালাদের ইনকামের একটি বড় অংশ কেটে নেয়া এবং ঋণ গ্রস্থতা থেকেই রাগ নিজের বাইকে আগুন দিয়েছিলেন পাঠাও চালক শওকত আলী সোহেল। পাঠাও চালক শওকত আলী সোহেল বলেন, পাঠাও চালিয়ে যা ইনকাম হতো, শতকরা ২৫ শতাংশ অ্যাপওয়ালারা কেটে নিয়ে যায়। তাছাড়া মোটরসাইকেল নিয়ে রাস্তায় বেরোলেই মামলা খেতে হতো। এর আগেও পল্টন এলাকায় আমি মামলা খেয়েছি। তিনি আরও বলেন, কেরানীগঞ্জ আটিবাজার খোলামোড়া এলাকায় শান্ত স্যানিটারি অ্যান্ড…

বিস্তারিত