থ্রেডস ব্যবহারকারীরা সেসব সমস্যায় পড়তে পারেন

ভোক্তাকণ্ঠ ডেস্ক: সম্প্রতি টুইটারের বিকল্প অ্যাপ থ্রেডস এনেছে জনপ্রিয় টেক জায়ান্ট মেটা। থ্রেডস ঠিক টুইটারের মতো কাজ করে এবং আপনি পোস্ট, ভিডিও শেয়ার, রি-পোস্ট ইত্যাদি অনেক কিছুই করতে পারেন। তবে এই অ্যাপ ব্যবহারে কিছু সমস্যায় পড়তে পারেন।

থ্রেডস শুধু অ্যান্ড্রয়েড এবং আইওএস-এই ব্যবহার করতে পারবেন। ডেস্কটপ বা ল্যাপটপে অর্থাৎ ওয়েব ভার্সন পাচ্ছেন না অ্যাপটির। এছাড়া যদি আপনার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলেও আপনি থ্রেডসগুলোতে লগইন করতে পারবেন। যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই তাদের প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপরে তারা মেটার থ্রেডস অ্যাপে লগইন করতে হবে।

থ্রেডস অ্যাপটি ইনস্টাগ্রামের কারণে এত মানুষ ব্যবহার করছে। কিন্তু টুইটারে এমন অনেক ফিচার রয়েছে, যা এই অ্যাপটিতে নেই। এতে লাইক, ফলো করার অপশন দেখতে পাবেন না। এছাড়াও এতে ডিএমের কোনো অপশন নেই। টুইটারে ব্যবহারকারীরা টুইটার স্পেসের মাধ্যমে লোকেদের সঙ্গে কানেক্ট করতে পারে। এই নতুন অ্যাপটিতে আপনি এমন কোনো ফিচার পাবেন না। অর্থাৎ এই নতুন অ্যাপটিতে এখনো অনেক কাজ বাকি আছে। তাই খুব স্বাচ্ছন্দ্যে এই অ্যাপ এখনো ব্যবহারের সুযোগ পাবেন না।