চট্টগ্রাম-দোহাজারী রুটে ডেমু ট্রেন চলাচল শুরু

ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম-দোহাজারী রুটে ডেমু ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার বিকেল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে।

এ রুটে যাতায়াতকারীরা বলছেন, চট্টগ্রাম-দোহাজারী রুটে ডেমু ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছিল। অবশেষে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় তাদের কষ্ট লাঘব হয়েছে। অফিস শেষে স্বস্তিতে বাড়ি ফিরছেন।

জানা গেছে, দক্ষিণ চট্টগ্রামের এ রুটে প্রতিদিন চার বার আসা যাওয়া করতো এ ট্রেন। এছাড়া এই রুটে দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য একটি ফার্নেস তেলবাহী ওয়াগন ট্রেন চলাচল করে। প্রকৌশলী না থাকায় ট্রেনটির ত্রুটি এখনো সারানো যায়নি। গত ১০ সেপ্টেম্বর থেকে ডেমু ট্রেনটি বন্ধ ছিল। অবশেষে সোমবার ১৯ সেপ্টেম্বর থেকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দক্ষিণ চট্টগ্রামের এই রুটে ডেমু ট্রেনটি প্রতিদিন সকাল-সন্ধ্যা চার বার যাত্রী নিয়ে আসা যাওয়া করে। সকালে চট্টগ্রাম থেকে পটিয়া ও পটিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। আবার বিকেলে চট্টগ্রাম থেকে দোহাজারী ও সন্ধ্যায় দোহাজারী থেকে চট্টগ্রামে ফিরে আসে।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবিদুর রহমান বলেন, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির সমস্যার সমাধান করে এ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। আশা করি চট্টগ্রাম-দোহাজারী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।