চলবে ট্রেন, টিকেট সংগ্রহ অনলাইনে

১৫ জুলাই থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলাচল করবে এবং টিকিট সংগ্রহ করতে হবে অনলাইন থেকে। ট্রেন চলাচলের বিষয়ে বাকি সিদ্ধান্ত সরকারের প্রজ্ঞাপনের আলোকে দেওয়া হবে, জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

আগামী ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে বিধিনেষেধ।তবে ২৩ জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ জারি করা হতে পারে।

১৫ জুলাই থেকে সীমিত পরিসরে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়া হবে বলে জানা গেছে।

মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে ১৩ জুলাই এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হবে বলে।