রেল আটকে দিলো চা-শ্রমিকরা

ভোক্তাকন্ঠ ডেস্ক: মৌলভীবাজারে কুলাউড়ায় ৩০০ টাকা মজুরি নির্ধারণের দাবিতে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন আন্দোলনরত চা-শ্রমিকরা। 

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলা শহরের রেলগেট এলাকায় কয়েকশ শ্রমিক জড়ো হয়ে ট্রেনটি আটকে দেন। বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা ট্রেনটি আটকে রেখেছেন। 

কালিটি চা-বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক উত্তম গোয়ালা বিষয়টি নিশ্চিত করে বলেন, ৭টি চা-বাগানের শ্রমিকরা তাদের সঙ্গে বিক্ষোভে অংশ নিয়েছেন। 

এছাড়াও ঢাকা-বিয়ানীবাজার আঞ্চলিক সড়ক ও মৌলভীবাজার-রাজনগর সড়ক‌ও অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। ১২০ টাকা মজুরিতে কাজে ফেরার সিদ্ধান্ত মেনে নেননি তারা। আজও  মৌলভীবাজারের বালিশিরা, মনু, ধলাই জুড়ি, লংলার অধিকাংশ বাগানের চা-শ্রমিকরা কাজে নামেননি। বিভিন্ন চা বাগানে শ্রমিকদের জড়ো হয়ে মিটিং-মিছিল করতে দেখা গেছে।

শ্রমিকরা বলেন, প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোঁকা দেওয়া হচ্ছে। আমরা এ সিদ্ধান্ত মানি না।