পদ্মায় সন্ধার পর লঞ্চ-স্পিডবোট চলাচল নিষেধ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ তীব্র স্রোতের জন্য পদ্মায় সন্ধার পর নৌ চলাচল নিষেধ করেছে। শিমুলিয়া,
বাংলাবাজার, মাঝিকান্দি ঘাট দিয়ে যাত্রীবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সন্ধ্যা ৬ টার পর থেকে দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট চলাচল নিষেধ কিন্তু ফেরি চলাচল স্বাভাবিক থাকবে। বাংলাদেশ
অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ
নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘চলমান বর্ষা মৌসুমে পদ্মা নদীতে উজান থেকে নেমে আসা পানির চাপ বৃদ্ধির কারণে শিমুলিয়া,
বাংলাবাজার, মাঝিকান্দি ও তৎসংলগ্ন এলাকায় তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে নৌ দুর্ঘটনা পরিহার ও
জানমালের নিরাপত্তার স্বার্থে জারিকৃত রুট পারমিট ও সময়সূচি অনুযায়ী চলাচলকারী যাত্রীবাহী নৌযানকে সকাল সাড়ে
৬টা থেকে চলাচল শুরু করে বর্ণিত তিনটি লঞ্চঘাট ত্যাগের সর্বশেষ সময়সীমা সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নির্ধারণ করা হলো।

তাই পদ্মায় সন্ধার ৬ টার পর থেকে ঘাট থেকে কোন নৌযান ছেড়ে যেতে পারবে না।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করা আইনত অপরাধ। এ ব্যাপারে ভোক্তভোগী ভোক্তা অভিযোগ কেন্দ্রে অভিযোগ করেছেন এবং সঠিক বিচার দাবি করেছেন।

আরো সংবাদ দেখুন: টাকা পেয়েই ক্রেতাকে ব্লক, কচ্ছপ গতিতে ডেলিভারি দিচ্ছে REDXদারাজের পণ্যে গুণগত মানের নিশ্চয়তা নেই, Transcom Electronics এর বিরুদ্ধে ক্রেতা হয়রানির অভিযোগ, ই-অরেঞ্জের মালিকদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, যাত্রী সুবিধার্থে চলবে আরও ৩৬ জোড়া ট্রেন, অবশেষে লাপাত্তা ই-অরেঞ্জ অনলাইন শপ

ভোক্তাকণ্ঠ a