জেলা প্রশাসকের চামড়া সংরক্ষন এলাকা পরিদর্শন

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: হবিগঞ্জ জেলা প্রশাসক জনাব ইসরাত জাহান গতকাল ১১জুলাই সোমবার জেলার বিভিন্ন চামড়া প্রক্রিয়াজাতকরন এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জনাব প্রতিক মন্ডল, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহা, হবিগন্জ জেলা বিসিক-এর সহকারী মহাব্যবস্হাপক  জনাব অর্জুন বিশ্বাস,  কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ হবিগন্জ জেলার সভাপতি জনাব দেওয়ান মিয়া ।

জেলা প্রশাসক মহোদয় সঠিক নিয়মে চামড়া সংরক্ষন করা হয়েছে দেখে সন্তোষ প্রকাশ করেন এবং চামড়া ব্যবসায়ীদের সঠিক মুল্য পাওয়ার ব্যপারে সহযোগিতার আশ্বাস দেন । বিসিক জেলা কার্যালয় প্রধান অর্জুন কুমার বিশ্বাস জানান এবছর কুরবানী ঈদে প্রায় চল্লিশ হাজার চামড়া হবিগন্জে সংরক্ষন হয়েছে ।ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহা জানান এবছর  ৩০০থেকে ৭০০ টাকা পর্যন্ত লবনবিহীন চামড়া বিক্রি হয়েছে । কোথায় ও কোন চামড়া নষ্ট বা ফেলে দেওয়ার ঘটনা ঘটেনি।