অপরাধীদের শরীরে GPS

বিশ্বে প্রথমবার! অপরাধীদের শরীরে GPS বসানোর সিদ্ধান্ত ।প্রযুক্তির এই যুগে অভিনব নানান উদ্ভাবনার সাক্ষী গোটা বিশ্ব। আর এই প্রথম কোনও দেশ অপরাধীদের শরীরে জিপিএস (GPS) ট্যাগ বসানোর পরিকল্পনা করেছে, যাতে দ্বিতীয়বার অপরাধ করার থেকে সেই অপরাধীকে আটকানো যেতে পারে।
অপরাধীদের শায়েস্তা করতে তাদের শরীরে জিপিএস (GPS) ফিট করার পরিকল্পনা করেছে ব্রিটেনের প্রশাসন। সেদেশের প্রশাসন জানিয়েছে, অনেক সময় জেল থেকে মুক্তি পাওয়ার পর ফের অপরাধের দুনিয়ায় ফিরে যায় অপরাধীরা। প্রায় সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় দ্বিতীয়বার অপরাধের প্রবণতা। তাই ঠিক করা হয়েছে, এক বছর বা তার থেকে বেশি সময় সংশোধনাগারে কাটানোর পর ছাড়া পাওয়া কোনও অপরাধীর শরীরে এই জিপিএস (GPS) ট্যাগ ফিট করানো হবে। তারপর পুলিশ প্রশাসন রাতদিন তার ওপর নজরদারি চালাবে।যা এক অভাবনীয় আবিষ্কার।