ইউরোপে আসছে করোনার আরেকটি ঝড়: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক:

ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় বড় ধরনের ঢেউ আসছে কলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান হ্যান্স ক্লুগ। এরি সংক্রমণ কমাতে  বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

মঙ্গলবার ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওমিক্রন স্ট্রেইন এখন যুক্তরাজ্য, ডেনমার্ক এবং পতুর্গালে প্রভাব বিস্তার করছে। আমরা দেখতে পাচ্ছি আরও একটি ঝড় আসছে। কয়েক সপ্তাহের মধ্যে এই ভ্যারিয়েন্টেটি আরও অনেক দেশে দাপট দেখাবে। কোভিড-১৯ এর সংক্রমণ যত ছড়াবে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়তে থাকবে। এতে স্বাস্থ্যসহ অন্যান্য জরুরি ব্যবস্থায় ব্যাঘাত ঘটাতে পারে।

ডব্লিওইএচওর এই কর্মকর্তা আরও বলেন, সংক্রমণ বৃদ্ধির কথা ভেবে সরকার এবং কর্তৃপক্ষকে সব ধরনের প্রস্তুতি রাখা উচিত।

ক্লুগ বলেন, ইউরোপে ৮৯ শতাংশ ওমিক্রনের সংক্রমণের লক্ষণ করোনার কাশি, জ্বর, গলা ব্যথা ইত্যাদি সাধারণ উপসর্গের মতো।

ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে ইতোমধ্যে জার্মানি, নেদারল্যান্ডসহ বিশ্বের অনেক দেশ নতুন করে বিধিনিষেধ চালু করছে। আসছে বড়দিন উদযাপনের ফলে সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় যারা করোনার দুই ডোজ টিকা নিয়েছে সুরক্ষার্থে তাদের বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।