হাইকোর্টের নিষেধাজ্ঞা মাধবপুরের ৪ পোল্ট্রি ফার্মের কার্যক্রমে

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পরিবেশ দূষণের অভিযোগে চারটি পোল্ট্রি ফার্মের কার্যক্রমের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। ফার্মগুলো হলো- কোয়ালিটি ফিডস লিমিটেড, এইচ অ্যান্ড এইচ অ্যাগ্রো লিমিটেড, কোয়ালিটি ইন্টিগ্রেটেড ফ্যাক্টরি ও ফারিয়া মেগা লেয়ার ফার্ম।

শনিবার (৩ এপ্রিল) আদেশের বিষয়টি জাগো নিউজের মাধ্যমে জানান রিটকারী পক্ষের আইনজীবী মো. সগির হোসেন লিওন। তিনি জানান, প্রায় নয় একর জায়গাজুড়ে এসব ফার্মের অবস্থান।

এর আগে গত বৃহস্পতিবার (১ এপ্রিল) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. সগির হোসেন লিওন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো. রাসেল চৌধুরী।

মো. সগির হোসেন লিওন বলেন, ‘মাধবপুর উপজেলায় অবস্থিত চারটি পোল্ট্রি ফার্ম এলাকার পরিবেশ দূষণ করে আসছিল। প্রতিকার চেয়ে ওই এলাকার আনিসুর রহমান আদিলসহ তিন ব্যক্তি জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করেন। ওই রিটের শুনানি শেষে রুল জারি করেন আদালত। একইসঙ্গে তাদের কার্যক্রমের ওপর তিনমাসের নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।’

সূত্রঃ জাগো নিউজ