মানচিহ্ন ব্যবহার করে পণ্য বাজারজাত করায় জরিমানা ও সিলগালা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন রাজধানীর একটি বেকারিকে জরিমানা ও একটিকে সিলগালা করেছে। লাইসেন্স ছাড়া মানচিহ্ন ব্যবহার করে পণ্য বাজারজাত করার অপরাধে তাদের বিরুদ্ধে জরিমানা, মামলা ও প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে ফিল্ড অফিসার মো. রেজানুর রহমান সরকার ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন।

নয়াপল্টন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করার অপরাধে নিউ আল-আমিনের কারখানা সিলগালা করা হয়। হজরত গোলাপশাহ্ বেকারিকে সিএম লাইসেন্স ব্যতীত মানচিহ্ন ব্যবহার করে পণ্য বাজারজাত করার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় ভ্রাম্যমাণ আদালত।

Related posts:

আবারো বাড়লো বাস ভাড়া, অতিরিক্ত আদায় ৬০ শতাংশ
আদিয়ান মার্টের সিইওসহ তিনজন ৩ দিনের রিমান্ডে
দাবির মুখে আগের স্থানে ফিরছে লিটল ম্যাগ চত্বর
জটিলতা না থাকলে প্রাথমিক শিক্ষকদের যথাসময়ে পেনশন: প্রতিমন্ত্রী
বাজারে পণ্য সরবরাহ বাড়াতে আমদানিকারকদের কাছে চট্টগ্রাম বন্দরের চিঠি
মিল্কভিটা ফরমালিন মুক্ত, ঢাবি'র রিপোর্ট সঠিক নয়ঃ সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল লিখিত পরীক্ষা স্থগিত
শিক্ষাপ্রতিষ্ঠান ২০ এপ্রিল পর্যন্ত খোলা, শুক্র-শনি সাপ্তাহিক ছুটি
গাদাগাদি করে ভ্রমণের ফলে করোনা পরিস্থিতি ঈদের পরে খারাপের দিকে চলে যেতে পারে
পাউরুটিতে ব্রোমেট-আয়োডেট ব্যবহার নিষিদ্ধ, সতর্কতা জারি