অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজধানীর বংশাল ও হাতিরপুল এলাকায় অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুত ও বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে র‌্যাব। অভিযানকালে অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুত ও বিক্রয়ের প্রমাণ পাওয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৩২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ নভেম্বর) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবির সোয়েব জানান, বেশ কিছুদিন ধরে অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুত ও বিক্রি করে আসছিল। এ অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল সোমবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে মধ্য রাত পর্যন্ত ঢাকার বংশাল ও হাতিরপুল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।

তিনি আরও জানান, অভিযানকালে অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুত ও বিক্রির প্রমাণ পাওয়ায় সজিব ড্রাগ হাউজকে এক লাখ টাকা, রহিম ড্রাগ হাউজকে ১০ হাজার, তৃরত্ন মেডিসিন কর্নারকে এক লাখ টাকা, রহিম এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, সততা মেডিসিন কর্নারকে নগদ ১০ লাখ ও জুপিটার হেলথ কেয়ারকে নগদ ২০ লাখ টাকাসহ সর্বমোট ৩২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

Related posts:

করোনাভাইরাস মোকাবেলায় ব্যবসায়ীদের সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ অধিদপ্তরের
রাজধানীতে বিএসটিআই'র অভিযানে ৮৫ হাজার টাকা জরিমানা
শত শত চালের বস্তা রেখে পালালেন কৃষি মার্কেটের ব্যবসায়ীরা
মসুর ডাল: সকালে ১২০ দুপুরে ১২৮, হাতেনাতে ধরলেন ভোক্তা অধিকার
সুলতান’স ডাইনে অপরিচ্ছন্নতা, বেঁধে দেওয়া হলো সময়
ডিলারের দাবি তেল বিক্রি হয় না, ১ ঘন্টায় বিক্রি শেষ করল ভোক্তা অধিদপ্তর
রান্নাঘর নোংরা থাকায় রেস্টুরেন্ট ম্যানেজারের ৬ মাসের কারাদণ্ড
ঈদ পর্যন্ত ভোজ্যতেলের বাড়ানো মূল্যে ৩ টাকা ছাড় ঘোষণা
বাড্ডা ও রামপুরায় বাজার তদারকি অভিযান পরিচালিত
ফরিদপুরে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রিঃ অভিযোগকারীর ২৫ হাজার টাকা প্রাপ্তি