১৩৫ প্রতিষ্ঠানকে জরিমানা করলো ভোক্তা অধিদপ্তর

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ভোক্তা স্বার্থ বিরোধী অপরাধে সারা দেশের ১৩৫ টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়ের ৫৭ জন কর্মকর্তার নেতৃত্বে ৫২ টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ঢাকা মহানগরের কাওরান বাজার, সেগুনবাগিচা, নারায়নগঞ্জসহ দেশব্যাপী মোট ৬৮টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা-স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ১৩৫টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ১৯ হাজার ৪০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীবৃন্দের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়।

অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ২টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ২ জন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ৩ হাজার টাকা প্রদান করা হয়।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সহ সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ অধিদপ্তর পরিচালিত এসকল বাজার অভিযানে সহযোগিতা প্রদান করেন।

Related posts:

নিত্যপণ্যের মূল্য যৌক্তিক ও স্থিতিশীল রাখতে বাণিজ্য সচিবের বাজার পরিদর্শন
এক ফার্মেসীতেই ৩৩ ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ
লাজ ফার্মায় তদারকিমূলক অভিযান, জরিমানা ১ লক্ষ টাকা
নিয়মিত বাজার তদারকিতে ৯৫ প্রতিষ্ঠানকে ছয় লক্ষাধিক টাকা জরিমানা
ডিলারের দাবি তেল বিক্রি হয় না, ১ ঘন্টায় বিক্রি শেষ করল ভোক্তা অধিদপ্তর
করোনাকে পুঁজি করে চালের দাম বেশি রাখায় একটি প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষনা: বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম
সবুজবাগে বিএসটিআই'র অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা
ভোক্তা অধিদপ্তর: ৯৯ প্রতিষ্ঠানকে ৭.৩৯ লক্ষ টাকা জরিমানা
ভোক্তা অধিদপ্তর: ৫৬ প্রতিষ্ঠানকে ২.৭৮ লাখ টাকা জরিমানা
ভোক্তা অধিকারের ১২.৩০ লক্ষ টাকা জরিমানা