বিএসটিআই’র অভিযানে ২ প্রতিষ্ঠান সিলগালা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: মানসনদ না নিয়ে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে রাজধানীর কদমতলীর জাস্ট ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি ও মুসলিম ফুডকে সিলগালা করেছে বিএসটিআই।

বুধবার (১ মার্চ) ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসময় বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক আইস ললি, ফ্রুজ ড্রিংক, জুস, মশার কয়েল, চকলেট, হারপিক, সিনথেটিক ডিটারজেন্ট পাউডার, সফট ড্রিংক পাউডার পণ্য অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে কদমতলীর মোহাম্মদবাগ এলাকার জাস্ট ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিকে এক লাখ টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে মোড়কজাত সনদ না থাকায় আরও ৫০ হাজার টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

একই এলাকায় মুসলিম ফুডকে বিস্কুট পণ্য অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে কোনো প্রতিনিধি না পাওয়ায় সিলগালা করা হয়েছে।

Related posts:

ভোক্তা অধিকার: ১২৮টি প্রতিষ্ঠানকে ৬.৭০ লক্ষ টাকা জরিমানা
সহজ ডটকমকে দুই লাখ ১৫ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিদপ্তরের
শাহীনপুকুর স্যুইটসের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই
রাজধানীর মগবাজারে মিষ্টির দোকানে অভিযানঃজরিমানা ও সাময়িক বন্ধ ঘোষণা
দেশের একাধিক জেলায় অধিদপ্তরের তদারকিমূলক বাজার অভিযান
৮০০ টাকায় গরুর মাংস বিক্রি করেও সন্তুষ্ট নন ব্যবসায়ীরা
ভোক্তা অভিযোগ কেন্দ্রঃ জেলাভিত্তিক প্রতিবেদন
শ্রীনগরে ৪ হাজার লিটার সয়াবিন তেলের অবৈধ মজুদ, লাখ টাকা জরিমানা
বাজার তদারকিঃ ৬২ প্রতিষ্ঠানকে ২.৪৬ লক্ষ টাকা জরিমানা
কাঁচা মরিচে অস্থিরতা: সুপারশপের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভোক্তা অধিদপ্তর