ফিলিং স্টেশনে কারচুপি যেনো কমছেই না

নির্ধারিত মূল্য রেখে প্রতি ১০ লিটারে চু‌রি কর‌ছে ৮০০ মিলিলিটার ডিজেল। এভাবে অভিনব কায়দায় তেল কম দিয়ে
ভোক্তা ঠকিয়ে হাতিয়ে নিচ্ছে টাকা। এভাবেই ফিলিং স্টেশনে কারচুপি যেনো সাধারণ একটি বিষয় হয়ে যাচ্ছে ধীরে ধীরে।

গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন ফিলিং স্টেশনে তেল পরিমাপ পরীক্ষা করে অভিযান চালান। এসময় তেল পরিমাপে কারচুপি করার অপরাধে ৩টি ফিলিং স্টেশনকে ২,৫০,০০০/- জরিমানা করা হয়। ঠিক তেমনি বিগত কয়েকদিনের অভিযানে তেল পরিমাপে কারচুপির দায়ে অন্তত একটি ফিলিং স্টেশন হলেও জরিমানার শিকার হয়েছে।

আরও পড়ুন: [ সারাদেশে ৯৭টি প্রতিষ্ঠানকে প্রায় ৮ লাখ টাকা জরিমানা – Voktakantho ]

এতেই বোঝা যায় দেশে এরকম অনেক ফিলিং স্টেশন রয়েছে যেখানে পরিমাপে কারচুপি বিষয়টিকে নর্মালাইজ করে অধিক মুনাফা লাভ করার চেষ্টা করছেন। পেট্রোল পাম্পের ডিজিটাল মেশিনে কারচুপি করা আরও সহজ বলা যায়। সে জন্যই আমাদের সকলের উচিত এই বিষয়টি নিয়ে সচেতন হওয়া।

কারচুপির কারণে জরিমানা করা হলে ফিলিং স্টেশনের মালিক মহোদয়গণ বিভিন্ন রকমের এক্সকিউজ দিয়ে থাকেন।
তার মধ্যে অন্যতম হলো ডিপো থেকে তেল কম আসার বিষয়টি। এই অভিযোগটির অনেকটা ভিত্তিহীন বলেই মনে করেন ভ্রাম্যমাণ আদালত।

মিটার টেম্পারিং কিভাবে করা হয় তার ভিডিও যে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁজলেই পেয়ে যাবেন, এবং এর মাধ্যমে যে কেউ বুঝতে পারবে ফিলিং স্টেশনের মালিক এবং কর্মকর্তারা কত সহজে তেল কম দিয়ে ভোক্তা ঠকাচ্ছেন।

তেল পরিমাপে কম দেয়ায় পেট্রোল পাম্পকে জরিমানার একটি ভিডিও: ক্লিক করুন


VK _AS || ভোক্তাকণ্ঠ

ভোক্তাকণ্ঠ অভিযোগ দায়ের ফর্ম পেতে ক্লিক করুন এখানে
ভোক্তাদের অভিযোগ নিয়ে খবর পড়ুন: ভোক্তা অভিযোগ Archives – Voktakantho