প্যারাসুটের মোড়ক নকল করে বাজারজাত, জরিমানা ৫০ হাজার

প্যারাসুট ব্র্যান্ডের মোড়ক নকল করে নারিকেল তেল বাজারজাত করায় রাজধানীর চকবাজারের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই। পাশাপাশি এক হাজার খালি বোতল ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) চকবাজারের ইসলামবাগ এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা।

প্যারাসুটের অনুরূপ বিডিএস নম্বর ও মানচিহ্ন সম্বলিত মোড়ক মুদ্রণ করে অবৈধ এস এস কেমিক্যাল প্রোডাক্টস পণ্যটি (ব্র্যান্ড পার্বতী) বিক্রি-বিতরণের মাধ্যমে ক্রেতাদের প্রতারিত করায় জড়িত থাকার অপরাধে নুর হাসান স্ক্রিন প্রিন্টের স্বত্বাধিকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে সিএম উইংয়ের ফিল্ড অফিসার আফসানা হোসেন দায়িত্ব পালন করেন।