চমেকে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ভোক্তাকণ্ঠ ডেস্ক: এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- সাবরিনা সুলতানা (২১) ও আবদুল গনি (৯০)।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে।

সাবরিনা সুলতানা নগরীর সদরঘাট এলাকার এবং আবদুল গণি নগরীর বাকলিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ববিদ এনতেজার ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া সাবরিনা গত ২২ ডিসেম্বর এবং আবদুল গনি গত ২ ডিসেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

এর আগে গত বৃহস্পতিবার চমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জান্নাত নামের দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩০ জন ডেঙ্গু আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এরমধ্যে ১৪ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১৬ জন চট্টগ্রামের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। সব মিলিয়ে জেলায় সোমবার সকাল পর্যন্ত ৩৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৯৭ জন।