নাটোর জেলা ক্যাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

নাটোর প্রতিনিধি: শামীমা লাইজু নীলাকে সভাপতি ও মো. রইস উদ্দিন সরকারকে সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত করে ২৩ সদস্য বিশিষ্ট কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর নাটোর জেলার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) নাটোরে ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীতে ক্যাবের নাটোর জেলা শাখার সভাপতি শামীমা লাইজু নীলার সভাপতিত্বে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংগঠনিক ও আর্থিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মো. রইস উদ্দিন সরকার। 

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি-১ খালিদ বিন-জালাল, সহ-সভাপতি-২ অধ্যাপক আশিষ কুমার সান্যাল, যুগ্ম সম্পাদক এড. শহিদুল ইসলাম নোমান, সাংগঠনিক সম্পাদক পরিতোষ কুমার অধিকারী, কোষাধ্যক্ষ মো. নুরুজ্জামান, প্রচার সম্পাদক মো. হালিম খান, আইন বিষয়ক সম্পাদক এড. খগেন্দ্রনাথ রায়, দপ্তর সম্পাদক মীর মো. আব্দুর রাজ্জাক, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মজিবুল হক নবী, অধ্যাপক সুবিধ কুমার মৈত্র (অলক), মো. আলতাফ হোসেন, খন্দকার এনামুর রহমান চিনু, অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক, প্রভাতী বসাক, রফিকুল ইসলাম নান্টু, আতিকুল হক লিটন, হীরা দাসগুপ্ত, এস এম আবুল কাওসার, এস এম আমিনুর রহমান, রেবেকা পারভীন ও নারায়ণ সরকার।