মূল্য ৩৫ টাকা, বাজারে ১০০ টাকা

মোঃ আহসান উল হক তুহিন: রংপুরে তিনটি ব্যাটারী পানি তৈরির কারখানায় ভোক্তা অধিকার আইনের ৩৭ ধারায় মোট ছয় হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে নগরীর বানিয়াটারী, বাহার কাছনা, চীলেরঝাড়সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. আজহারুল ইসলাম।

মূল নগরী থেকে দূরবর্তী স্থানে হওয়ায় ওই প্রতিষ্ঠানগুলোতে ইতিপূর্বে তদারকি করা সম্ভব হয়নি।

সেখানে ভলভো নামধারী পানির এক লিটার ও পাঁচ লিটারের বোতলগুলোতে মেয়াদোত্তীর্ণ, প্রস্তুতক্ষণ, ওজন, উপাদান, মূল্য কোন কিছুই উল্লেখ না করে বাজারজাত করতে দেখা যায়। যা ভোক্তা অধিকার আইনের ৩৭ ধারার সুস্পষ্ট লংঘন। এছাড়াও পাঁচ লিটারের বোতলগুলো পানি শুদ্ধ ৩৫ টাকায় বিক্রি করলেও শুধু এমআরপি উল্লেখ না করায় তা বাজারে এসে ১০০ টাকারও উপরে বিক্রি হতে দেখা যায়।

তদারকি চলাকালে প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়ে আজহারুল ইসলাম বলেন, ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।