হাইড্রলিক হর্ন ব্যবহারের দায়ে ১১ জনকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: উচ্চ শব্দের ও হাইড্রলিক হর্ন ব্যবহারের দায়ে চট্টগ্রামে ১১ জনকে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা, ওয়াই জংশন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম গবেষণাগার এবং অঞ্চল কার্যালয়ের পরিচালক মুফিদুল আলম অভিযানটি পরিচালনা করেন।

মুফিদুল আলম বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের সহায়তায় কর্ণফুলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় গাড়িতে উচ্চ শব্দের ও হাইড্রলিক হর্ন ব্যবহারের দায়ে ১১টি মামলায় ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুল হাসান, সিনিয়র কেমিস্ট হোযায়ফাহ্ সরকার, সহকারী বায়োকেমিস্ট কামাল হোসেন প্রমুখ।