ইনফিনিটিকে লাখ টাকা জরিমানা করলো ভোক্তা অধিদপ্তর

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ, আমদানিকারক ব্যতীত অবৈধভাবে নিজে মূল্য নির্ধারণ পূর্বক বিদেশী কসমেটিকস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ, বিদেশী কসমেটিকস এর গায়ে আমদানিকারক কর্তৃক নির্ধারিত মূল্য কেটে অধিক মূল্যের ট্যাগ লাগানোসহ বিভিন্ন  অপরাধে ইনফিনিটিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দেশব্যাপী ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মোঃ আব্দুল জব্বার মন্ডল, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী ও সহকারী পরিচালক মোঃ শাহ আলম।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের অপরাধে আরও ৩ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।