মুগদায় সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

রাজধানীর মুগদা থানার মাতব্বর গলির পাঁচ তলা একটি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজন শিশুও আছে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

সোমবার সকাল পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সুধাংশু, তার স্ত্রী প্রিয়াংকা, ছেলে উরফ এবং শাশুড়ি শেফালী।

জানা যায়, সকালে রান্না করতে গেলে চুলায় দিয়াশলাই দেওয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে চারজন দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইউব হোসেন জানান, শিশুটির শরীরের ৬৭ শতাংশ, সুধাংশুর ২৫ শতাংশ, প্রিয়াংকার ৭২ শতাংশ এবং শেফালীর শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।