ভেজাল ভুসি উৎপাদন-বিক্রি, ২ লাখ টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভেজাল ভুসি উৎপাদন ও বিক্রি করার দায়ে মেসার্স সিয়াম ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার বিকেলে উপজেলার পুলেরঘাট বাজারে ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক এ অভিযানের নেতৃত্ব দেন।

এ সময় উপস্থিত ছিলেন, র‌্যাব-১৪ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) এএসপি মো. শহিদুল্লাহসহ র‌্যাবের তদারকি টিম ও পুলিশ সদস্যরা।

হৃদয় রঞ্জন বণিক জানান, রোববার বিকেলে উপজেলার পুলেরঘাট বাজারে অবস্থিত মেসার্স সিয়াম ট্রেডার্স নামীয় প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রাণী খাদ্য গমের ভূষির সঙ্গে ধানের কুঁড়া মিশ্রণের প্রমাণ পাওয়া যায়। এ সময় দেখা যায় যে, বিভিন্ন দেশীয় ভুসি উৎপাদনকারী প্রতিষ্ঠানের হুবহু মোড়কে সেলাই করে এসব ভেজাল পণ্য বাজারজাত করা হচ্ছে। যা খামারিদের মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার শামিল।

এছাড়াও বিক্রেতা ওজন, পরিমাণ, সর্বোচ্চ খুচরা মূল্য ব্যতীত ভারতীয় ভুসি বলে দাবি করলেও প্রকৃতপক্ষে নিজেরাই বস্তার প্যাকেট তৈরি করে ভুসির সঙ্গে ধানের কুঁড়া মিশ্রণ করে খামারিদের মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। পরে প্রাণী খাদ্যের ভেজাল ভুসি উৎপাদন ও বিক্রি করার দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মেসার্স সিয়াম ট্রেডার্সকে দুই লাখ টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়েছে।

জনস্বার্থে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।