কিশোরগঞ্জে ভূষির সঙ্গে তুষ মিশিয়ে মোড়কজাত করায় ২ লাখ টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: কিশোরগঞ্জে ভূষির মোড়ক খুলে ধানের তুষ মিশিয়ে পুনরায় মোড়কজাত করে বাজারজাতের অভিযোগে এক প্রতিষ্ঠানের মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুরে পৌর শহরের বত্রিশ আমলিতলা এলাকার মেসার্স মা ট্রেডার্সের প্রোপাইটর আব্দুল ছাত্তারকে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার দুপুরে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এতে কিশোরগঞ্জ পৌর শহরে বত্রিশ আমলিতলা এলাকায় অবস্থিত মেসার্স মা ট্রেডার্সে অভিযান পরিচালনা করে দেখা যায় প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানির গমের ভূষির মোড়ক খুলে স্থানীয় বাজার হতে সংগ্রহ করা ধানের তুষ মিশিয়ে বাজারজাত করণের উদ্দেশ্যে পুনরায় মোড়কজাত করে আসছে।

তিনি আরও জানান, ওই প্রতিষ্ঠানে বিভিন্ন কোম্পানির মেয়াদোত্তীর্ণ ভূষি পাওয়া যায় যা নতুন করে মোড়কজাতকরণ করা হয়। এসব অপরাধে প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে দুই লাখ টাকা অর্থদণ্ড করে আদায় করা হয়। এসময় ভেজাল ভূষি ধ্বংস করা হয়। এ অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল।

অভিযানে জেলা পুলিশের উপপরিদর্শক অলক বড়ুয়ার নেতৃত্বে একটি পুলিশ দল সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।