কিশোরগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ভেজালবিরোধী অভিযানে বিভিন্ন অপরাধে কিশোরগঞ্জে তিন প্রতিষ্ঠানকে দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরের দিকে জেলা শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্যাবের সভাপতি আলম সারওয়ার টিটু, জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কমিটির সদস্য মোস্তফা কামাল, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রফিকুন্নেসা পুষ্প ও জেলা পুলিশের একটি তদারকি টিম।

হৃদয় রঞ্জন বণিক জানান, ওই বাজার এলাকায় ইলেকট্রিক ক্যাবল, লাইট ও ফ্যান বিক্রির প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় বিএসটিআই অনুমোদনহীন সুইচ, সকেট, হোল্ডার, নকল ও সাব-স্ট্যান্ডার্ড ক্যাবল বিক্রি করার অপরাধে মেসার্স স্বর্ণা ইলেকট্রিককে ও সাকিব ইলেকট্রনিক্সকে এক লাখ করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মিষ্টি ও রসমঞ্জুরি অস্বাস্থ্যকর ভাবে রাখার দায়ে স্টেশন রোডের ননী গোপাল সুইটস কেবিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।