নীতিমালা লঙ্ঘন : পানিতে হাত দিয়ে বসে আছে বিএসইসি

জাতীয়: শেয়ারের সর্বনিম্ন মূল্য বা ফ্লোর প্রাইস সমন্বয়ের নীতিমালা ভঙ্গের প্রমাণ থাকা সত্ত্বেও ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইকে কিছু বলেনি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এ যেন পানিতে হাত দিয়ে বসে আছে বিএসইসি। এর আগেও এমন অভিযোগ উঠেছিল নিয়ন্ত্রক সংস্থার ওপর

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি

নীতিমালা অনুযায়ী রেকর্ড ডেটের দামের সঙ্গে বোনাস শেয়ারের সমন্বয় করে নতুন ফ্লোর প্রাইস নির্ধারণের কথা। কিন্তু শাহজালাল ব্যাংকের ক্ষেত্রে বোনাসের পাশাপাশি সমন্বয় হয়েছে ক্যাশ ডিভিডেন্ড, আর মার্কেন্টাইল ব্যাংকের ক্ষেত্রে কোনো সমন্বয়ই হয়নি। এ নিয়ে আলোচনা-সমালোচনা হলেও বাস্তবে কোনো উদ্যোগই চোখে পড়েনি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির।

সম্প্রতি দুটি কোম্পানির ফ্লোর প্রাইস সংশোধন নিয়ে জটিলতা দেখা যায়, লোকসানে পড়েন সেসব কোম্পানির শেয়ারধারীরা। নিয়ম অনুযায়ী, ফ্লোর প্রাইসের নিচে লেনদেন হবে না কোম্পানির শেয়ার। এমনকি প্রতিটি কোম্পানির যে সার্কিট ব্রেকার দেয়া থাকে, কোনো কোম্পানি যদি ফ্লোর প্রাইসে লেনদেন হয়ে থাকে তাহলে সে কোম্পানির শেয়ারদর ফ্লোর প্রাইসের কারণে সর্বোচ্চ দরে বাড়তে পারবে, কিন্তু কমতে পারবে না।

সূত্র: নিউজবাংলা২৪.কম