যশোর-ঢাকা রুটে বাংলাদেশ বিমান চালু হচ্ছে আবারো

আগামী ২৮ মার্চ থেকে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর যশোর-ঢাকা রুটে চালু হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স এর যাত্রীবাহী বিমান চলাচল। আজ বুধবার সন্ধ্যায় যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান তার সভাকক্ষে এক প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান।

ব্রিফিংয়ে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, আগামী ২৮ মার্চ থেকে যশোর ঢাকা রুটে আবারও বিমান চলাচল শুরু হবে। প্রতিদিন যশোর থেকে একটি ফ্লাইট যাতায়াত করবে। ক্লাস অনুযায়ী টিকিটের মূল্য হবে ৩ হাজার ২০০ টাকা থেকে ৫ হাজার ২০০ টাকা। আগামীতে এই রুটে ফ্লাইট বাড়ানোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন ও বাংলাদেশ বিমানের যশোর জেলা ব্যবস্থাপক জাহিদুজ্জামান। 

উল্লেখ্য, গত ২০১৯ সালের ১৫ মার্চ থেকে এই রুটে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান চলাচল বন্ধ ছিল।