রাসেল ও তার পরিবারের ব্যাংক হিসাব কেন জব্দ করা হবে না: হাইকোর্ট

ভোক্তাকন্ঠ ডেস্ক:

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির মো. রাসেল ও তার স্ত্রী, ভাই-বোন, বাবা-মা, শ্বশুর-শাশুড়ি ও মেয়ের ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাংক হিসাব কেন জব্দ করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের শোকজ করেছে হাইকোর্ট। তাদের দুই সপ্তাহের মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশও দিয়েছেন আদালত।

একইসঙ্গে আগামী ১০ ফেব্রুয়ারি ইভ্যালির কিছু গাড়ি নিলামের জন্য সুপ্রিম কোর্টের একজন ডেপুটি রেজিস্ট্রারকে দায়িত্ব দিয়েছেন আদালত। ডিএমপি কমিশনার এবং র‌্যাবের ডিজিকে নিলামের স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।

এছাড়াও ইভ্যালির লিগ্যাল টিমের কো-অর্ডিনেটর দাবি করে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আপলোডকারী নিঝুম মজুমদারকে দুই সপ্তাহের মধ্যে আদালতে হাজির হতে বলা হয়েছে। অন্যথায়, তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালতের নির্দেশে গঠিত বোর্ডের এক আবেদনের শুনানি নিয়ে সোমবার (৭ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বোর্ডের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোরশেদ আহমেদ খান। রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন।