শেয়ারবাজারে ছন্দপতন

ভোক্তাকন্ঠ ডেস্ক: সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ মে) দেশের উভয় শেয়ারবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৩২ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমেছে ১২৩ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।

এর ফলে ঈদ পরবর্তী সপ্তাহে টানা দুদিন সূচক বৃদ্ধির পর আজ সূচক পতন হলো। বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা দু’দিন উত্থানের পর আজ পুঁজিবাজারে মূল্য সংশোধন হয়েছে।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবারও বাজারটিতে ৩৮০টি প্রতিষ্ঠানের ৩২ কোটি ১ লাখ ৯৭ হাজার ৮৬৩টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৩০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২০৫টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩২ দশমিক ৫৬ পয়েন্ট কমে ৬ হাজার ৬৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ৫ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ১৩ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ১২৫৭ কোটি ৭১ লাখ ২ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১২০৮ কোটি ৩১ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে ৫০ কোটি টাকা বেশি।

এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর লেনদেন হয় জেএমআই হসপিটালের শেয়ার।

তারপর যথাক্রমে রয়েছে শাইনপুকুর সিরামিক, ইস্টার্ন হাউজিং, ইউনিক হোটেল, আইপিডিসি, জিপিএইচ ইস্পাত, ওরিয়ন ফার্মা, প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড এবং জিএসপি ফাইন্যান্স লিমিটেড।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫১৬ পয়েন্টে।

এ বাজারে ৩০৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬৮টির, আর অপরিবর্তিত রয়েছে ২৫টির। এতে ৪৭ কোটি ৪৮ লাখ ৫২ হাজার ১৮৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩১ কোটি ৯৪ লাখ ১৬ হাজার ৭০২ টাকার শেয়ার।

Related posts:

টেকসই উন্নয়নের জন্য জ্বালানির টেকসই সরবরাহ অপরিহার্য : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট স্থাপন করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
ডলারের দামবৃদ্ধি নিয়ে যা বললো কেন্দ্রীয় ব্যাংক
অনলাইনে গবাদিপশু ক্রয়ে যাতে কেউ প্রতারিত না হয়ঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবীমা এবং অনুদান দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক
বঙ্গবন্ধু ইন্সুরেন্স ইনস্টিটিউটের জন্য কমিটি‌‌ গঠন 
দেশে করোনার চতুর্থ ঢেউয়ের শঙ্কা কম, তবে সতর্ক  থাকতে হবে: সিডিসি
অর্থনীতিতে চলমান চাপের প্রভাব পড়েছে এনবিআরের লক্ষ্যমাত্রার ওপর
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে খানাখন্দে যাত্রী ‍দুর্ভোগ
জেটি সংকটে জাহাজজট, কোটি টাকা ক্ষতির মুখে বিপিসি