পাবনায় দোকানের গোডাউনে মিলল ১৮ হাজার লিটার তেল

ভোক্তাকন্ঠ ডেস্ক: পাবনার ঈশ্বরদী উপজেলায় অবৈধভাবে মজুত করে রাখা ১৮ হাজার লিটার তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১১ মে) বেলা ১১টার দিকে শহরের নূর মহল্লার মাতৃমন্দিরের সামনের শ্যামল স্টোর থেকে এসব তেল জব্দ করা হয়।

জব্দকৃত তেলের মধ্যে রয়েছে ১০ হাজার লিটার খোলা সয়াবিন তেল, ১ হাজার ২৪৪ লিটার বোতলজাত তেল ও ৭ হাজার লিটার সরিষার তেল। তেলগুলো বেশি দামে বিক্রির আশায় প্রায় এক মাস আগে দোকানের গোডাউনে মজুত করা হয়েছিল।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনার সহকারী পরিচালক জহিুরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা দোকানের গোডাউনে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করেছি। অবৈধভাবে তেল মজুত করায় দোকানের মালিক শ্যামল দত্ত পালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মজুত করা সব তেল দ্রুত ন্যায্যমূল্যে বিক্রির আদেশ দেওয়া হয়েছে।