শাবিপ্রবিতে ভর্তির অষ্টম মেধা তালিকা প্রকাশ

ভোক্তাকণ্ঠ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছের অধীনে ২০২১-২২ শিক্ষাবর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভর্তির অষ্টম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এতে সপ্তম মাইগ্রেশনসহ তিনটি ইউনিটে মোট ৩৭৮ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, অষ্টম মেধা তালিকায় ‘এ’ ইউনিট (বিজ্ঞান শাখা) ৩২১ জন, ‘বি’ ইউনিট (মানবিক শাখা) ৪৩ জন এবং ‘সি’ ইউনিট (বাণিজ্য শাখা) ১৪ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন। এতে সপ্তম মাইগ্রেশনেও শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন হয়েছে।

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে এবার ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিনটি ইউনিটে মোট ১ হাজার ৬৬৬ আসন রয়েছে। এর মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোয় এক হাজার ৫১টি এবং সামাজিক বিজ্ঞান ও বাণিজ্য অনুষদভুক্ত বিভাগগুলোতে ৬১৫টি আসন রয়েছে। এতে তিনটি ইউনিটের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৯ হাজার ৯২০জন, মানবিক বিভাগে ‘বি’ ও ‘সি’ ইউনিটে মোট চার হাজার ৭৪৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে মোট দুই হাজার সাত জন শিক্ষার্থী আবেদন করেন।

এতে সাত ধাপে সর্বমোট এক হাজার ২৮৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ফলে আসন খালি রয়েছে ৩৭৮টি। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য admission.sust.edu.bd/applicationprocedure এ ওয়েবসাইট থেকেও জানা যাবে।

Related posts:

কুবির হল খুলছে বুধবার, সশরীরে ক্লাস শুরু ২ নভেম্বর
শিক্ষা ক্ষেত্রে  বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড মেধাবীদের স্বীকৃতি : দীপু মনি
ঢাবি ভর্তি পরীক্ষায় ২ লাখের বেশি আবেদন, বাকি আরও চারদিন
শাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
শীতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা নিয়ে মাউশির নির্দেশনা
বান্দরবান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তি
২০২৩ সালের এসএসসি এপ্রিলে, এইচএসসি জুনে
শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে, শুরু হবে নতুন কারিকুলামে ক্লাস
শাবিপ্রবির দেয়াললিখন মুছে ফেলার নির্দেশ শিক্ষামন্ত্রীর
বিবাহিত ছাত্রীদের ঢাবির হলে থাকার বিষয়ে সিদ্ধান্ত বুধবার