৫৫ প্রতিষ্ঠানকে জরিমানা করলো ভোক্তা অধিকার

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ২৬ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ২৩টি জেলায় নিত্যপণ্যের বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৫৫টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার ভোক্তা অধিকারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ঢাকা মহানগরের তেজগাঁও এবং শান্তিনগরসহ দেশব্যাপী মোট ২৬টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা-স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৫৫টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীবৃন্দের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সহ সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ অধিদপ্তর পরিচালিত এসকল বাজার অভিযানে সহযোগিতা প্রদান করেন।

উল্লেখ্য, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেটগণ ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণসহ স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

আরইউ

Related posts:

নারীদের বিদেশ যাওয়ার প্রলোভন, নগদ টাকার ফাঁদ পাচারকারীদের
ভারত থেকে আমদানি করা গম তৃতীয় পক্ষের কাছে বিক্রি করা যাবে নাঃ পররাষ্ট্রমন্ত্রী
অনুমোদন ছাড়া কেক বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
পেঁয়াজ ইস্যুতে কৃষক-ভোক্তা উভয়ের স্বার্থ দেখছে সরকার
আরও ৩২ জেলায় হবে শেখ কামাল আইটি সেন্টার
বায়ুদূষণের কারণে ডিসেম্বরে ঢাকায় স্বাস্থ্যগত জরুরি অবস্থার শঙ্কা
ডিপিডিসির প্রি-পেইড কার্যক্রম ২ দিন বন্ধ থাকবে
ডিম-মুরগির মতো চালের বাজারও অস্থির করা হয় এসএমএস’র মাধ্যমে: ভোক্তার ডিজি
শাবির ২০ শিক্ষার্থী হাসপাতালে
বাসি খাবার বিক্রির দায়ে বরিশালে দুই বেকারিকে জরিমানা