‘আগামী সপ্তাহে লোডশেডিংয়ের বিষয়ে নতুন পরিকল্পনা করা হবে’

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: আগামী সপ্তাহে লোডশেডিংয়ের বিষয়ে নতুন পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার সকালে লোডশেডিং নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘কম দামে জ্বালানির বাজার খোঁজা হচ্ছে। দিনে দেড় হাজার থেকে দুই হাজার মেগাওয়াটের মতো লোডশেডিং চলছে। এ পরিস্থিতি সাময়িক। গ্রাহকরাও এটাকে বিশেষ পরিস্থিতি মেনে নিচ্ছেন। এক সপ্তাহ, ১০ দিন পরিস্থিতি পর্যালোচনা করব। আগামী সপ্তাহে নতুন পরিকল্পনা করা হবে।’

তিনি বলেন, ‘দেশে মোট ডিজেলের মাত্র ১০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হয়। বাকি ৯০ শতাংশ সেচ ও পরিবহনখাতে ব্যবহার হয়ে থাকে।’

গত ১৯ জুলাই (মঙ্গলবার) থেকে সারাদেশে এক ঘণ্টা করে লোডশেডিং এর সিদ্ধান্ত নিয়েছে সরকার।