জেট ফুয়েলের দাম দেড় বছরে বেড়েছে ১১৭%

ভোক্তাকন্ঠ ডেস্ক: নিয়মিত বাড়ছে উড়োজাহাজের জ্বালানি তেলের দাম। গত ১৮মাসে দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। সর্বশেষ গত ৭ এপ্রিল প্রতি লিটার জেডফুয়েলের দাম নির্ধারণ করা হয় ১০০ টাকা। যা ২০২০ সালের অক্টোবরে ছিলো ৪৬ টাকা। অর্থাৎ ১৮ মাসে দ্বিগুণেরও বেশি বেড়েছে (১১৭ শতাংশ)। জ্বালনির দাম বাড়ার প্রভাব পড়ছে বিমানের টিকেটে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, অন্যান্য জ্বালানি তেলের মতো জেডফুয়েলে ভর্তুকি দেওয়া হয় না। তাই আমদানি নির্ভর পণ্যটির দাম আন্তর্জাতিক বাজারের সাথে ওঠানামা করে। সংস্থাটি জানিয়েছে, গত এক বছরে আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের দাম গড়ে ১২৮ শতাংশ বেড়েছে।

বিপিসির সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল লিটার প্রতি জেডফুয়েলের দাম ১৩ টাকা বাড়িয়ে ১০০ টাকা করা হয়।