নারায়ণগঞ্জের বন্দরে বিদ্যুৎ স্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু

ভোক্তাকন্ঠ রিপোর্ট: নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর চান মার্কেটের পাশে পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ওই দুই নির্মাণশ্রমিক হলেন মো. হৃদয় (১৮) ও মো. হানিফ (২০)। তারা দুজন সম্পর্কে চাচা-ভাতিজা।

তাদের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার কচি কান্দা গ্রামে। বর্তমানে নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় থাকতেন তারা।

গতকাল শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনা স্থল থেকে রাত সাড়ে ৮টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে নিহতের আত্মীয়রা জানান, মদনপুর চান মার্কেটের পাশে পাইলিংয়ের কাজ করার সময় হানিফ ও হৃদয় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় তাদের প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Related posts:

'বিপিসি লাভের ৪৫ হাজার কোটি টাকা সরকারকে দিয়েছে'
বাপেক্সের সঙ্গে নাইকো-পেট্রোবাংলার চুক্তি অবৈধ ঘোষণা করে রায় প্রকাশ
ভোক্তাসার্থে জেনে নিন: যেভাবে বাঁচাবেন সিলিন্ডারের গ্যাস
বেসরকারি ভাবে এলএনজি আমদানির দিকে ঝুঁকছে পেট্রোবাংলা, ভোক্তা স্বার্থের পরিপন্থী বলছে ক্যাব
পদ্মার উপর নির্মিত সঞ্চালন লাইনে বিদ্যুৎ প্রবাহ শুরু
গ্যাসের দাম এক চুলায় ৯৯০, দুই চুলায় ১০৮০ টাকার প্রস্তাব
প্রস্তাবিত বাজেটে বাড়বে জীবন যাত্রার ব্যয়
ডিজেল চালিত পরিবহণের ভাড়া বাড়ল
'নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে দায়িত্বশীল অবদান রাখুন'
'শিক্ষা ও প্রযুক্তি' খাত থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্র এখন 'বিদ্যুৎ ও জ্বালানি' খাতে